লেবীয় পুস্তক 26:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 আর যদি তোমরা আমার বিপরীত আচরণ কর, ও আমার কথা শুনিতে না চাও, তবে আমি তোমাদের পাপানুসারে তোমাদিগকে আরও সাত গুণ আঘাত করিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 আর যদি তোমরা আমার বিরুদ্ধাচরণ কর ও আমার কথা শুনতে না চাও তবে আমি তোমাদের গুনাহ্ অনুসারে তোমাদেরকে আরও সাত গুণ আঘাত করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 “ ‘যদি আমার প্রতি তোমরা বৈরীভাবাপন্ন থাকো ও আমার কথা শুনতে না চাও, তাহলে তোমাদের ক্লেশ আমি সাতগুণ বৃদ্ধি করব, যা পাপের কারণে তোমাদের প্রাপ্য। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 তবুও যদি তোমরা আমার বিরুদ্ধাচরণ কর, আমার কথা না শোন, তাহলে আমি তোমাদের পাপাচরণের শাস্তি সাতগুণ বেশী দেব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 আর যদি তোমরা আমার বিপরীত আচরণ কর, ও আমার কথা শুনিতে না চাও, তবে আমি তোমাদের পাপানুসারে তোমাদিগকে আরও সাত গুণ আঘাত করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 “যদি তা সত্ত্বেও তোমরা আমার বিরুদ্ধে থাকো এবং আমাকে মান্য করতে অস্বীকার করো, আমি তোমাদের সাতগুণ কঠিন আঘাত করব। তোমরা যত পাপ করবে, তত শাস্তি পাবে। অধ্যায় দেখুন |