লেবীয় পুস্তক 26:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 আর যদি তোমরা ইহাতেও আমার বাক্যে মনোযোগ না কর, তবে আমি তোমাদের পাপ প্রযুক্ত তোমাদিগকে সাত গুণ অধিক শাস্তি দিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 আর যদি তোমরা এতেও আমার কথায় মনোযোগ না কর তবে আমি তোমাদের গুনাহ্র জন্য তোমাদেরকে সাত গুণ বেশি শাস্তি দেব। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 “ ‘এসবের পরেও যদি আমার কথায় তোমরা অবধান না করো, তাহলে তোমাদের পাপসমূহের কারণে আমি তোমাদের সাতগুণ বেশি শাস্তি দেব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 এর পরেও যদি তোমরা আমার বাক্যে কর্ণপাত না কর তাহলে আমি তোমাদের পাপাচরণের জন্য সাতগুণ বেশী শাস্তি বিধান করব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 আর যদি তোমরা ইহাতেও আমার বাক্যে মনোযোগ না কর, তবে আমি তোমাদের পাপপ্রযুক্ত তোমাদিগকে সাত গুণ অধিক শাস্তি দিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 “এই সমস্ত কিছুর পরও যদি তোমরা আমাকে মান্য না করো, তবে আমি তোমাদের পাপসমুহের জন্য সাতগুণ বেশী শাস্তি দেবো। অধ্যায় দেখুন |