লেবীয় পুস্তক 26:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 যদি আমার বিধি অগ্রাহ্য কর, ও তোমাদের প্রাণ আমার শাসন সকল ঘৃণা করে, এইরূপে তোমরা আমার আজ্ঞা পালন না করিয়া আমার নিয়ম ভঙ্গ কর, তবে আমিও তোমাদের প্রতি এই ব্যবহার করিব; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 যদি আমার বিধি অগ্রাহ্য কর ও তোমাদের প্রাণ আমার সমস্ত অনুশাসন ঘৃণা করে, এভাবে তোমরা আমার হুকুম পালন না করে আমার নিয়ম ভঙ্গ কর তবে আমিও তোমাদের প্রতি এই ব্যবহার করবো; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 এবং তোমরা যদি আমার সকল অনুশাসন অগ্রাহ্য করো, আমার বিধানগুলি ঘৃণা করো, আমার সমস্ত আদেশ পালনে ব্যর্থ হও এবং এইভাবে আমার অঙ্গীকার-চুক্তি লঙ্ঘন করো, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 যদি আমার অনুশাসন অমান্য কর, আমার শাসনবিধি অবজ্ঞা কর এবং এই ভাবে তোমরা আমার নির্দেশ পালন না করে তোমাদের সঙ্গে স্থাপিত আমার চুক্তি ভঙ্গ কর, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 যদি আমার বিধি অগ্রাহ্য কর, ও তোমাদের প্রাণ আমার শাসন সকল ঘৃণা করে, এইরূপে তোমরা আমার আজ্ঞা পালন না করিয়া আমার নিয়ম ভঙ্গ কর, তবে আমিও তোমাদের প্রতি এই ব্যবহার করিব; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 যদি তোমরা আমার বিধিসমুহ এবং আজ্ঞাগুলি মানতে অস্বীকার কর, তার অর্থ তোমরা আমার চুক্তি ভঙ্গ করেছো। অধ্যায় দেখুন |