লেবীয় পুস্তক 26:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 আর তোমরা সঞ্চিত পুরাতন শস্য ভোজন করিবে, ও নূতনের সম্মুখ হইতে পুরাতন শস্য বাহির করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 আর তোমরা সঞ্চিত পুরানো শস্য ভোজন করবে ও নতুনের সম্মুখ থেকে পুরানো শস্য বের করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 বিগত বছরে সংগৃহীত শস্য থেকে তখনও তোমরা ভোজন করবে, যখন পুরোনো খাদ্যশস্য সরিয়ে রাখবে, যেন নতুন শস্য রাখার স্থান প্রস্তুত থাকে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 তোমরা গোলায় সঞ্চিত শস্য ভোজন করবে এবং নতুন ফসল রাখার জন্য গোলা খালি করে পুরাতন শস্য বার করে আনবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 আর তোমরা সঞ্চিত পুরাতন শস্য ভোজন করিবে, ও নূতনের সম্মুখ হইতে পুরাতন শস্য বাহির করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 এক বছরের বেশী সময় ধরে তোমরা তোমাদের জমা করা শস্য খাবে। তোমরা নতুন শস্যাদি ছেদন করবে, তারপর নতুন শস্যগুলি রাখার মত জায়গার জন্য পুরানো শস্যগুলিকে ফেলে দেবে। অধ্যায় দেখুন |