Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 25:30 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

30 কিন্তু যদি সম্পূর্ণ এক বৎসর কালের মধ্যে তাহা মুক্ত না হয়, তবে প্রাচীরবেষ্টিত নগরে স্থিত সেই গৃহ পুরুষপরম্পরায় ক্রয়কর্তার চিরস্থায়ী অধিকার হইবে; তাহা জুবিলীতে মুক্ত হইবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 কিন্তু যদি সমপূর্ণ এক বছর কালের মধ্যে তা মুক্ত না হয় তবে প্রাচীরবেষ্টিত নগরে স্থিত সেই বাড়ি বংশ পরম্পরায় ক্রয়কর্তার চিরস্থায়ী অধিকার হবে; তা জুবিলী বছরে মুক্ত হবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

30 যদি সম্পূর্ণ এক বছরের আগে তা মুক্ত করা না হয়, তাহলে প্রাচীরবেষ্টিত নগরের বাড়িটি চিরদিনের জন্য ক্রেতার ও তার বংশধরদের হয়ে যাবে। অর্ধশতবর্ষে এই সম্পত্তি ফেরত দেওয়া হবে না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

30 কিন্তু যদি এক বছরের মধ্যে তা পুনরুদ্ধার করা না হয় তাহলে প্রাচীর ঘেরা নগরের মধ্যে সেই বাড়ীতে ক্রেতার স্বত্ব বংশ পরম্পরায় চিরস্থায়ী হবে। জুবিলির বছরেও তা মুক্ত হবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 কিন্তু যদি সম্পূর্ণ এক বৎসর কালের মধ্যে তাহা মুক্ত না হয়, তবে প্রাচীরবেষ্টিত নগরে স্থিত সেই গৃহ পুরুষপরম্পরায় ক্রয়কর্ত্তার চিরস্থায়ী অধিকার হইবে; তাহা যোবেলে মুক্ত হইবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

30 কিন্তু এক বছর পূর্ণ হওয়ার আগে যদি মালিক বাড়িটি কিনে ফেরত না দেয়, তাহলে প্রাচীরে ঘেরা শহরের বাড়িটি যে কিনেছিল, তা তার এবং তার উত্তরপুরুষদের অধিকারে থেকে যাবে। বাড়িটি জুবিলীর সময় প্রথম মালিকের কাছে ফেরত যাবে না।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 25:30
3 ক্রস রেফারেন্স  

কিন্তু যদি সে তাহা ফিরাইয়া লইতে অসমর্থ হয়, তবে সেই বিক্রীত অধিকার জুবিলী বৎসর পর্যন্ত ক্রেতার হস্তে থাকিবে; জুবিলীতে তাহা মুক্ত হইবে, এবং সে আপন অধিকারে ফিরিয়া যাইবে।


আর যদি কেহ প্রাচীরবেষ্টিত নগরের মধ্যস্থিত বাসগৃহ বিক্রয় করে, তবে সে বিক্রয়-বৎসরের শেষ পর্যন্ত তাহা মুক্ত করিতে পারিবে, পূর্ণ এক বৎসরের মধ্যে তাহা মুক্ত করিবার অধিকারী থাকিবে।


কিন্তু প্রাচীরহীন গ্রামে স্থিত গৃহ দেশের ভূমির মধ্যে গণ্য হইবে; তাহা মুক্ত করা যাইতে পারে, এবং জুবিলীতে তাহা মুক্ত হইবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন