লেবীয় পুস্তক 24:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 সে নির্মল দীপবৃক্ষের উপরে সদাপ্রভুর সম্মুখে নিয়ত ঐ প্রদীপ সকল সাজাইয়া রাখিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 সে খাঁটি সোনার প্রদীপ-আসনের উপরে মাবুদের সম্মুখে নিয়মিতভাবে ঐ প্রদীপগুলো সাজিয়ে রাখবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 সদাপ্রভুর সামনে নির্মল সোনার দীপাধারগুলিতে ওই প্রদীপগুলি সারাক্ষণ জ্বলবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 নিখাদ সোনায় তৈরী দীপাধারের উপরে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে সর্বদা সে ঐ প্রদীপগুলি সাজিয়ে রাখবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 সে নির্ম্মল দীপবৃক্ষের উপরে সদাপ্রভুর সম্মুখে নিয়ত ঐ প্রদীপ সকল সাজাইয়া রাখিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 প্রভুর সামনে খাঁটি সোনার বাতিস্তম্ভের ওপর রাখা বাতিগুলিকে হারোণ নিয়মিত জ্বালিয়ে রাখবে। অধ্যায় দেখুন |