লেবীয় পুস্তক 24:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 আর এক ইস্রায়েলীয়া স্ত্রীর, কিন্তু মিসরীয় পুরুষের এক পুত্র বাহির হইয়া ইস্রায়েল-সন্তানদের মধ্যে গেল, এবং শিবিরের মধ্যে সেই ইস্রায়েলীয়া স্ত্রীর পুত্র ও ইস্রায়েলের কোন পুরুষ বিবাদ করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 আর এক পুত্র বের হয়ে বনি-ইসরাইলদের মধ্যে গেল, যার মা ছিলেন ইসরাইলীয় এবং বাবা মিসরীয়, তাদের সেই পুত্রটি শিবিরের মধ্যে কোন এক ইসরাইলীয় পুরুষের সঙ্গে ঝগড়া করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 ঘটনাক্রমে এক ইস্রায়েলী মায়ের ও এক মিশরীয় বাবার ছেলে ইস্রায়েলীদের মাঝে উপস্থিত হল এবং শিবিরের মধ্যে তার সঙ্গে এক ইস্রায়েলীর বিবাদ সংঘটিত হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10-11 শালোমীৎ নামে এক ইসরায়েলী মহিলা ছিল। সে দান বংশীয় দিব্রির কন্যা। শালোমীতের স্বামী ছিল মিশরী। এদের এক পুত্র একদিন ইসরায়েলী ছাউনির আর একজন ইসরায়েলীর সঙ্গে ঝগড়া করছিল। সেই সময় সে প্রভু পরমেশ্বরের নামে নিন্দা আর গালিগালাজ করায় লোকে তাকে ধরে মোশির কাছে নিয়ে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 আর ইস্রায়েলীয়েরা স্ত্রীর, কিন্তু মিস্রীয় পুরুষের এক পুত্র বাহির হইয়া ইস্রায়েল-সন্তানদের মধ্যে গেল, এবং শিবিরের মধ্যে সেই ইস্রায়েলীয়া স্ত্রীর পুত্র ও ইস্রায়েলের কোন পুরুষ বিবাদ করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 একজন ইস্রায়েলীয় মহিলার একটি ছেলে ছিল, যার পিতা ছিল একজন মিশরীয়। সেই ছেলে ইস্রায়েলের লোকদের মধ্যে ঘুরে বেড়াতে গেল। এমন সময় তাঁবুর মধ্যে তার সাথে এক ইস্রায়েলের পুরুষের লড়াই শুরু হল। অধ্যায় দেখুন |