লেবীয় পুস্তক 23:41 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)41 আর তোমরা বৎসরের মধ্যে সাত দিন সদাপ্রভুর উদ্দেশে সেই উৎসব পালন করিবে; ইহা তোমাদের পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী বিধি; সপ্তম মাসে তোমরা সেই উৎসব পালন করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস41 আর তোমরা বছরের মধ্যে সাত দিন মাবুদের উদ্দেশে সেই উৎসব পালন করবে; এটি তোমাদের পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী নিয়ম; সপ্তম মাসে তোমরা সেই উৎসব পালন করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ41 প্রতি বছর সাত দিন ধরে সদাপ্রভুর উদ্দেশে তোমরা এই উৎসব পালন করবে; আগামী প্রজন্মগুলির জন্য এটি চিরস্থায়ী বিধি। সপ্তম মাসে বিধি অনুযায়ী তোমরা উৎসব পালন করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)41 তোমরা বছরে সাতদিন প্রভু পরমেশ্বরের উদ্দেশে এই উৎসব পালন করবে। এই নিয়ম তোমরা পুরুষানুক্রমে চিরকাল পালন করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)41 আর তোমরা বৎসরের মধ্যে সাত দিন সদাপ্রভুর উদ্দেশে সেই উৎসব পালন করিবে; ইহা তোমাদের পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী বিধি; সপ্তম মাসে তোমরা সেই উৎসব পালন করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল41 প্রতি বছরে সাত দিন ধরে তোমরা এই পর্ব প্রভুর জন্য পালন করবে। এই বিধি চিরকাল চলবে। সপ্তম মাসে তোমরা এই পর্ব পালন করবে। অধ্যায় দেখুন |