Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 23:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

4 তোমরা নিরূপিত সময়ে যে সকল পবিত্র সভা ঘোষণা করিবে, সদাপ্রভুর সেই সকল পর্ব এই।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 তোমরা নির্ধারিত সময়ে যেসব পবিত্র মিলন-মাহ্‌ফিল ঘোষণা করবে, মাবুদের সেসব ঈদ এই।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 “ ‘এগুলি সদাপ্রভুর নির্দিষ্ট উৎসব, এগুলি নির্দিষ্ট সময়ে তোমরা বিভিন্ন পবিত্র সমাবেশে ঘোষণা করবে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

4 তোমরা প্রভু পরমেশ্বরের নির্দেশিত যে সব পর্ব উপলক্ষে নির্দিষ্ট সময়ে পবিত্র সমাবেশ আহ্বান করবে, সেগুলি যথাক্রমে এই:

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 তোমরা নিরূপিত সময়ে যে সকল পবিত্র সভা ঘোষণা করিবে, সদাপ্রভুর সেই সকল পর্ব্ব এই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 “এগুলি হল প্রভুর মনোনীত নিস্তারপর্ব। তোমরা এগুলির জন্য মনোনীত সময়ে পবিত্র সভার কথা ঘোষণা করবে।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 23:4
9 ক্রস রেফারেন্স  

তুমি ইস্রায়েল-সন্তানগণকে কহ, তাহাদিগকে বল, তোমরা সদাপ্রভুর যে সকল পর্ব পবিত্র সভা বলিয়া ঘোষণা করিবে, আমার সেই সকল পর্ব এই।


তুমি বৎসরের মধ্যে তিন বার আমার উদ্দেশে উৎসব করিও।


এই সকল সদাপ্রভুর পর্ব। এই সকল পর্ব তোমরা পবিত্র সভা বলিয়া ঘোষণা করিবে, এবং প্রতিদিন যেমন কর্তব্য, তদনুসারে সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার, হোমবলি, ভক্ষ্য-নৈবেদ্য এবং বলি ও পেয় উপহার উৎসর্গ করিবে।


আর এই দিন তোমাদের স্মরণীয় হইবে, এবং তোমরা এই দিনকে সদাপ্রভুর উৎসব বলিয়া পালন করিবে; পুরুষানুক্রমে চিরস্থায়ী বিধিমতে এই উৎসব পালন করিবে।


আর সেই দিনেই তোমরা ঘোষণা করিবে; তোমাদের পবিত্র সভা হইবে; তোমরা কোন শ্রমসাধ্য কর্ম করিবে না; ইহা তোমাদের সকল নিবাসে পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী বিধি।


এবং আপনাদের সকল নগরে ও যিরূশালেমে এই কথা ঘোষণা ও প্রচার করিবে, যেরূপ লেখা আছে, তদনুসারে কুটির নির্মাণার্থে পর্বতে গিয়া জলপাই বৃক্ষের শাখা, বন্য জলপাই বৃক্ষের শাখা, গুলমেঁদির শাখা, খর্জুর বৃক্ষের শাখা ও ঝোপাল বৃক্ষের শাখা আন।


আর বিবাদ হইলে তাহারা বিচারার্থে উপস্থিত হইবে; আমার সকল শাসনানুসারে বিচার নিষপন্ন করিবে; এবং আমার সমস্ত পর্বে আমার ব্যবস্থা ও আমার বিধি সকল পালন করিবে, এবং আমার বিশ্রামদিন সকল পবিত্র করিবে।


দেখ, পর্বতগণের উপরে তাহারই চরণ, যে সুসমাচার প্রচার করে, শান্তি ঘোষণা করে; হে যিহূদা, তুমি আপন পর্ব সকল পালন কর; আপন মানত সকল পূর্ণ কর, কেননা পাষণ্ড আর তোমার মধ্যে যাতায়াত করিবে না; সে সর্বতোভাবে উচ্ছিন্ন হইল।


অহো, অরীয়েল, অরীয়েল, দায়ূদের শিবিরনগর। তোমরা এক বৎসরে অন্য বৎসর যোগ কর, উৎসবচক্র ঘুরিয়া আইসুক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন