লেবীয় পুস্তক 23:39 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)39 আবার সপ্তম মাসের পঞ্চদশ দিবসে ভূমির ফল সংগ্রহ করিলে পর তোমরা সাত দিন সদাপ্রভুর উৎসব পালন করিবে; প্রথম দিবস বিশ্রামপর্ব ও অষ্টম দিবস বিশ্রামপর্ব হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস39 আবার সপ্তম মাসের পঞ্চদশ দিনে ভূমির ফল সংগ্রহ করলে পর তোমরা সাত দিন মাবুদের উৎসব পালন করবে; প্রথম দিন বিশ্রামবার ও অষ্টম দিন বিশ্রামবার হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ39 “ ‘সুতরাং সপ্তম মাসের পঞ্চদশ দিনে জমি থেকে শস্য সংগ্রহ করার পর সাত দিন ধরে সদাপ্রভুর উদ্দেশে তোমরা উৎসব পালন করবে; প্রথম দিনটি বিশ্রামদিন এবং অষ্টম দিনটিও বিশ্রামদিন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)39 সপ্তম মাসের পনেরো তারিখে ক্ষেতের ফসল সংগ্রহ করার পর তোমরা সাতদিন প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসব করবে। প্রথম এবং অষ্টম দিন হবে পবিত্র বিশ্রাম দিবস। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)39 আবার সপ্তম মাসের পঞ্চদশ দিবসে ভূমির ফল সংগ্রহ করিলে পর তোমরা সাত দিন সদাপ্রভুর উৎসব পালন করিবে; প্রথম দিবস বিশ্রামপর্ব্ব ও অষ্টম দিবস বিশ্রামপর্ব্ব হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল39 “সপ্তম মাসের 15 দিনে, যখন তোমরা জমির শস্য সংগ্রহ করবে তখন তোমরা সাতদিন ধরে প্রভুর উৎসব পালন করবে। তোমরা প্রথম দিন ও সপ্তম দিনে বিশ্রাম করবে। অধ্যায় দেখুন |