লেবীয় পুস্তক 22:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 আর কোন লোক যদি মানত পূর্ণ করিবার জন্য কিম্বা স্ব ইচ্ছায় দত্ত উপহারের জন্য গোমেষাদি পাল হইতে মঙ্গলার্থক বলি উৎসর্গ করে, তবে গ্রাহ্য হইবার নিমিত্তে তাহা নির্দোষ হইবে; তাহাতে কোন দোষ থাকিবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 আর কোন লোক যদি মানত পূর্ণ করার জন্য কিংবা নিজের ইচ্ছায় দেওয়া কোরবানীর জন্য গোমেষাদি পাল থেকে মঙ্গল-কোরবানী করে তবে গ্রাহ্য হবার জন্য তা নিখুঁত হবে; তাতে কোন খুঁত থাকবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 যখন কেউ কোনো মানত পূরণ করার জন্য অথবা স্বেচ্ছাদত্ত উপহারস্বরূপ সদাপ্রভুর উদ্দেশে ষাঁড় অথবা মেষ মঙ্গলার্থক বলিদানরূপে আনে, সেটি গৃহীত হওয়ার জন্য যেন নির্দোষ বা নিষ্কলঙ্ক হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 কোন লোক যদি মানত শোধের জন্য কিম্বা স্বেচ্ছায় তার গরু ভেড়ার পাল থেকে স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করে, তাহলে তা যাতে গ্রাহ্য হয় তার জন্য সেটি নিখুঁত হওয়া আবশ্যক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 আর কোন লোক যদি মানত পূর্ণ করিবার জন্য কিম্বা স্ব ইচ্ছায় দত্ত উপহারের জন্য গোমেষাদি পাল হইতে মঙ্গলার্থক বলি উৎসর্গ করে, তবে গ্রাহ্য হইবার নিমিত্তে তাহা নির্দ্দোষ হইবে; তাহাতে কোন দোষ থাকিবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 “মানত পূর্ণ করার জন্য অথবা স্বেচ্ছায় যখন কোন ব্যক্তি প্রভুর কাছে মঙ্গল নৈবেদ্য আনে সেই নৈবেদ্য একটি ষাঁড় বা মেষ হতে পারে; কিন্তু সেটা যেন স্বাস্থ্যবান হয়। সেই প্রাণীটির মধ্যে অবশ্যই যেন কোন দোষ না থাকে। অধ্যায় দেখুন |