Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 21:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

18 যে কোন ব্যক্তির দোষ আছে, সে নিকটবর্তী হইবে না; অন্ধ, কি খঞ্জ, কি খাঁদা, কি অধিকাঙ্গ,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 যে ব্যক্তির খুঁত আছে, সে কোরবানগাহ্‌র নিকটবর্তী হবে না; অন্ধ, বা খঞ্জ, বা খাঁদা, বা অস্বাভাবিক ভাবে লম্বা অঙ্গ,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 দোষযুক্ত কোনো মানুষ কাছে আসতে পারবে না, অন্ধ অথবা খঞ্জ, বিকলাঙ্গ অথবা অঙ্গহীন কেউ দোষমুক্ত নয়;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

18 যে ব্যক্তির কোন খুঁত আছে সে বেদীর কাছে যাবে না। অন্ধ, খঞ্জ, বিকৃতবদন, বিকলাঙ্গ,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 যে কোন ব্যক্তির দোষ আছে, সে নিকটবর্ত্তী হইবে না;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 কোন ব্যক্তি যার মধ্যে কিছু শারীরিক ত্রুটি আছে, অবশ্যই যাজক হিসেবে সেবা করতে পারবে না এবং আমার কাছে নৈবেদ্যসমূহ আনতে পারবে না।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 21:18
9 ক্রস রেফারেন্স  

কারণ অনেক অদম্য লোক, অসার বাক্যবাদী ও বুদ্ধিভ্রামক লোক আছে, বিশেষতঃ ত্বক্‌ছেদীদের মধ্যে আছে; তাহাদের মুখ বদ্ধ করা চাই।


কেননা ইহা আবশ্যক যে, অধ্যক্ষ ঈশ্বরের ধনাধ্যক্ষ বলিয়া অনিন্দনীয় হন; স্বেচ্ছাচারী কি আশুক্রোধী কি মদ্যপানে আসক্ত কি প্রহারক কি কুৎসিত লাভের লোভী না হন,


আর বহিঃস্থ লোকদের কাছেও উত্তম সাক্ষ্য প্রাপ্ত হওয়া তাঁহার আবশ্যক, পাছে তিরস্কারে ও দিয়াবলের জালে পতিত হন।


হা অন্ধেরা, বল দেখি, কোন্‌টি শ্রেষ্ঠ? উপহার, না সেই যজ্ঞবেদি, যাহা উপহারকে পবিত্র করে?


তাহার প্রহরিগণ অন্ধ, সকলেই অজ্ঞান; তাহারা সকলে বোবা কুকুর, ঘেউ ঘেউ করিতে পারে না; তাহারা স্বপ্নদর্শী, নিদ্রালু ও তন্দ্রাপ্রিয়।


কি ভগ্নপদ, কি ভগ্নহস্ত,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন