লেবীয় পুস্তক 20:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 আর যে সময়ে সেই ব্যক্তি আপন বংশের কাহাকেও মোলক দেবের উদ্দেশে উৎসর্গ করে, তৎকালে যদি দেশীয় লোকেরা চক্ষু মুদ্রিত করে, তাহাকে বধ না করে, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আর যে সময়ে সেই ব্যক্তি তার বংশের কাউকেও মোলক দেবতার উদ্দেশে কোরবানী করে, সেই সময় যদি দেশীয় লোকেরা দেখেও না দেখে, তাকে হত্যা না করে, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 যখন সে তার সন্তানদের মধ্য থেকে একটি সন্তান মোলককে উৎসর্গ করে, তখন যদি সমাজের লোকেরা তাদের চোখ বন্ধ রাখে ও তাকে মৃত্যুদণ্ড দিতে না পারে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 সেই ব্যক্তি যখন তার কোন বংশধরকে মোলেক দেবতার উদ্দেশে উৎসর্গ করে, তখন যদি দেশের লোকেরা তার অপকর্ম দেখেও না দেখে এবং তার প্রাণদণ্ডের ব্যবস্থা না করে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আর যে সময়ে সেই ব্যক্তি আপন বংশের কাহাকেও মোলক দেবের উদ্দেশে উৎসর্গ করে, তৎকালে যদি দেশীয় লোকেরা চক্ষু মুদ্রিত করে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 কিন্তু সাধারণ মানুষ সেই ব্যক্তিকে উপেক্ষা করে এবং যে তার শিশুদের মোলককে দিয়েছে তাকে হত্যা না করে, অধ্যায় দেখুন |