লেবীয় পুস্তক 2:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 তোমরা অগ্রিমাংশের উপহার বলিয়া তাহা সদাপ্রভুর উদ্দেশে নিবেদন করিতে পার, কিন্তু সৌরভার্থে বেদির উপরে তাহা রাখা যাইবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 তোমরা অগ্রিমাংশের উপহার হিসেবে তা মাবুদের উদ্দেশে নিবেদন করতে পার, কিন্তু খোশবুর জন্য কোরবানগাহ্র উপরে তা রাখা যাবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 তুমি সেগুলি তোমার প্রথম ফসলরূপে সদাপ্রভুর কাছে আনবে, কিন্তু সৌরভার্থক প্রীতিজনক উপহাররূপে সেগুলি উৎসর্গ করা যাবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 তোমাদের উৎপন্ন শাস্যের প্রথম ফসল অগ্রিমাংশরূপে তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করতে পার, কিন্তু সুরভিত ভক্ষ্য নৈবেদ্যরূপে কখনই বেদীর উপরে আহুতি দেওয়া চলবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 তোমরা অগ্রিমাংশের উপহার বলিয়া তাহা সদাপ্রভুর উদ্দেশে নিবেদন করিতে পার, কিন্তু সৌরভার্থে বেদির উপরে তাহা রাখা যাইবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 প্রথম ফসল থেকে আনা নৈবেদ্য হিসেবে তোমরা খামির ও মধু প্রভুর কাছে আনতে পারো, কিন্তু খামির ও মধু সুগন্ধ হয়ে উবে যাওয়ার জন্য বেদীর ওপর যেন পোড়ানো না হয়। অধ্যায় দেখুন |