লেবীয় পুস্তক 19:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 আর যাজক সদাপ্রভুর সম্মুখে সেই দোষার্থক বলির মেষ দ্বারা তাহার কৃত পাপের প্রায়শ্চিত্ত করিবে; তাহাতে তাহার কৃত পাপের ক্ষমা হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 আর ইমাম মাবুদের সম্মুখে সেই দোষ-কোরবানীর ভেড়া দ্বারা তার কৃত গুনাহ্র কাফ্ফারা দেবে; তাতে তার কৃত গুনাহ্ মাফ করা হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 যাজক দোষার্থক-নৈবেদ্যদানের মেষটি নিয়ে পুরুষটির পাপের জন্য সদাপ্রভুর সামনে তার পক্ষে প্রায়শ্চিত্ত করবে এবং তার পাপের ক্ষমা হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 পুরোহিত প্রভু পরমেশ্বরের সাক্ষাতে সেই প্রায়শ্চিত্ত বলির মেষ দ্বারা তার পাপের প্রায়শ্চিত্ত করবে, তাহলে তার পাপ ক্ষমা করা হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 আর যাজক সদাপ্রভুর সম্মুখে সেই দোষার্থক বলির মেষ দ্বারা তাহার কৃত পাপের প্রায়শ্চিত্ত করিবে; তাহাতে তাহার কৃত পাপের ক্ষমা হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 যাজক লোকটিকে শুচি করার জন্য পুরুষ মেষশাবকটিকে দোষার্থক নৈবেদ্য হিসেবে প্রভুর সামনে উৎসর্গ করে তার পাপের প্রায়শ্চিত্ত করাবে। তারপর লোকটিকে তার কৃত পাপসমুহের জন্য ক্ষমা করা হবে। অধ্যায় দেখুন |