লেবীয় পুস্তক 19:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 আর সেই পুরুষ সমাগম-তাম্বুর দ্বারে সদাপ্রভুর উদ্দেশে আপনার দোষার্থক বলি অর্থাৎ দোষার্থক বলির জন্য মেষ আনিবে; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 আর সেই পুরুষ জমায়েত-তাঁবুর দ্বারে মাবুদের উদ্দেশে নিজের দোষ-কোরবানী অর্থাৎ দোষ-কোরবানীর জন্য ভেড়া আনবে; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 অন্যদিকে, সদাপ্রভুর উদ্দেশে এক দোষার্থক-নৈবেদ্যদানার্থে সমাগম তাঁবুর প্রবেশদ্বারে ওই পুরুষ অবশ্যই একটি মেষ আনবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 অভিযুক্ত ব্যক্তি প্রভু পরমেশ্বরের উদ্দেশে প্রায়শ্চিত্ত বলি স্বরূপ একটি মেষ সম্মিলন শিবিরের দ্বারে আনবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 আর সেই পুরুষ সমাগম-তাম্বুর দ্বারে সদাপ্রভুর উদ্দেশে আপনার দোষার্থক বলি অর্থাৎ দোষার্থক বলির জন্য মেষ আনিবে; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 লোকটি প্রভুর জন্য সমাগম তাঁবুর প্রবেশমুখে অবশ্যই তার দোষ মোচনের নৈবেদ্য হিসাবে একটি পুরুষ মেষশাবক আনবে। অধ্যায় দেখুন |