লেবীয় পুস্তক 18:28 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)28 সেই দেশ যেমন তোমাদের পূর্ববর্তী ঐ জাতিকে উদ্গীরণ করিল, তদ্রূপ যেন তোমাদের কর্তৃক অশুচি হইয়া তোমাদিগকেও উদ্গীরণ না করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 সেই দেশ যেমন তোমাদের পূর্ববর্তী ঐ জাতিকে বমি করে ফেলে দিলো, তেমনি যেন তোমাদের দ্বারা নাপাক হয়ে তোমাদেরকেও বমি করে ফেলে না দেয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 আর তোমরা যদি দেশ কলুষিত করো, তাহলে দেশ তোমাদের উগরে দেবে, যেমন তোমাদের আগে সেই জাতিদের উগরে দিয়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 সেই দেশ যেমন তোমাদের পূর্ববতী ঐ জাতিকে উদ্বমন করেছে, সেই রকম যেন তোমাদের দ্বারা অশুচি হয়ে তোমাদেরও উদ্বমন না করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 —সেই দেশ যেমন তোমাদের পূর্ব্ববর্ত্তী ঐ জাতিকে উদগীরণ করিল, তদ্রূপ যেন তোমাদের কর্ত্তৃক অশুচি হইয়া তোমাদিগকেও উদগীরণ না করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 যদি তোমরা এই ভয়ঙ্কর জিনিসগুলি করো, তাহলে তোমরা দেশকে কলুষিত করবে এবং তা তোমাদের দেশের বাইরে বার করে দেবে, যেমন করে তোমাদের সামনে জাতিগুলিকে বার করে দিয়েছিল। অধ্যায় দেখুন |