লেবীয় পুস্তক 15:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 তাহার প্রমেহের জন্য অশৌচের বিধি এই; তাহার শরীর হইতে প্রমেহ ক্ষরুক, কিম্বা শরীরে বদ্ধ হউক, এ তাহার অশৌচ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 তার প্রমেহের জন্য নাপাকীতার নিয়ম এই রকম: তার শরীর থেকে প্রমেহ ক্ষরুক, কিংবা আট্কে থাকুক, এ তার নাপাকীতা। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 তার দেহ থেকে ক্ষরণ অব্যাহত বা বদ্ধ থাকলে সেটি তাকে অশুচি করবে। এইভাবে তার ক্ষরণ অশুচিতা নিয়ে আসবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 তার প্রমেহ রোগজনিত অশৌচের বিধি এই: তার রেতঃ স্খলন হোক না হোক সে অশুচি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 তাহার প্রমেহ জন্য অশৌচের বিধি এই, তাহার শরীর হইতে প্রমেহ ক্ষরুক, কিম্বা শরীরে বদ্ধ হউক, এ তাহার অশৌচ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 তার শরীর থেকে সেটা সাবলীলভাবে বেরিয়ে আসুক বা প্রবাহ বন্ধ হোক্ তাতে কিছু আসে যায় না। অধ্যায় দেখুন |