লেবীয় পুস্তক 15:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 আর স্ত্রীর সহিত পুরুষ রেতঃসুদ্ধ শয়ন করিলে তাহারা উভয়ে জলে স্নান করিবে, এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 আর স্ত্রীর সঙ্গে পুরুষ বীর্যসুদ্ধ শয়ন করলে তারা উভয়ে গোসল করবে এবং সন্ধ্যা পর্যন্ত নাপাক থাকবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 যদি একটি নারীর সাথে কোনো পুরুষ শয়ন করে এবং বীর্যপাত হয়, তাহলে উভয়ে জলে স্নান করবে ও সন্ধ্যা পর্যন্ত তারা অশুদ্ধ বিবেচিত হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 স্ত্রীর সঙ্গে মিলনের পর উভয়কেই স্নান করতে হবে এবং সন্ধ্যা পর্যন্ত তাদের অশৌচ থাকবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 আর স্ত্রীর সহিত পুরুষ রেতঃশুদ্ধ শয়ন করিলে তাহারা উভয়ে জলে স্নান করিবে, এবং সন্ধ্যা পর্য্যন্ত অশুচি থাকিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 যদি কোন পুরুষ কোন মহিলার সঙ্গে এক বিছানায় শোয় এবং বীর্যপাত ঘটে, তাহলে পুরুষ ও মহিলা দুজনেই জলে স্নান করবে। তারা সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে। অধ্যায় দেখুন |