লেবীয় পুস্তক 15:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 আর যে কোন বস্ত্রে কি চর্মে রেতঃপাত হয়, তাহা জলে ধৌত করিতে হইবে, এবং তাহা সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 আর যে কোন কাপড়ে কি চামড়ায় বীর্যপাত হয়, তা পানিতে ধুয়ে নিতে হবে এবং তা সন্ধ্যা পর্যন্ত নাপাক থাকবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 কোনো কাপড়ে অথবা চামড়ার জিনিসে বীর্যপাত হলে, জলে সেটি ধুতেই হবে ও সেই জিনিসটি সন্ধ্যা পর্যন্ত অশুদ্ধ থাকবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 কোন বস্ত্রে বা চামড়ার আসনে বীর্যস্খলন হলে তা ধুয়ে ফেলতে হবে। সন্ধ্যা পর্যন্ত তা অশুচি থাকবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 আর যে কোন বস্ত্রে কি চর্ম্মে রেতঃপাত হয়, তাহা জলে ধৌত করিতে হইবে; এবং তাহা সন্ধ্যা পর্য্যন্ত অশুচি থাকিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 যদি কাপড় বা কোন চামড়ার ওপর বীর্য পড়ে থাকে, তা হলে সে কাপড় বা চামড়া অবশ্যই জল দিয়ে ধুয়ে ফেলবে। এটা সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে। অধ্যায় দেখুন |