লেবীয় পুস্তক 14:49 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)49 পরে সে ঐ গৃহ শুচি করণার্থে দুইটি পক্ষী, এরসকাষ্ঠ, লোহিতবর্ণ লোম ও এসোব লইবে, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস49 পরে সে ঐ ঘর পাক-পবিত্র করার জন্য দু’টি পাখি, এরস কাঠ, লাল রংয়ের লোম ও এসোব গাছের ডাল নেবে, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ49 ওই বাড়ি পবিত্র করার জন্য যাজক দুটি পাখি, কিছু দেবদারু কাঠ, উজ্জ্বল লাল রংয়ের পাকানো সুতো ও এসোব নেবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)49 বাড়িটি শুদ্ধ করার জন্য পুরোহিত একজোড়া পাখি, এরস কাঠ, লাল সুতো এবং এসোব পল্লব নেবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)49 পরে সে ঐ গৃহ মুক্তপাপ করণার্থে দুইটী পক্ষী, এরসকাষ্ঠ, লোহিতবর্ণ লোম ও এসোব লইবে; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল49 “তখন বাড়ীটিকে শুচি করার জন্য যাজক অবশ্যই দুটি পাখি, এক খণ্ড এরস কাঠ, এক টুকরো লাল কাপড় এবং একটি এসোব গাছ নেবে। অধ্যায় দেখুন |