লেবীয় পুস্তক 14:46 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)46 আর ঐ গৃহ যাবৎ রুদ্ধ থাকে, তাবৎ যে কেহ তাহার ভিতরে যায়, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস46 আর ঐ ঘর যতদিন রুদ্ধ থাকে, ততদিন যদি কেউ তার ভিতরে যায়, সে সন্ধ্যা পর্যন্ত নাপাক থাকবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ46 “যদি বন্ধ বাড়িতে কেউ প্রবেশ করে, সন্ধ্যা পর্যন্ত সে অশুদ্ধ ঘোষিত হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)46 ঐ বাড়ি বন্ধ থাকার সময়ে যদি কেউ ঐ বাড়িতে প্রবেশ করে, তাহলে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)46 আর ঐ গৃহ যাবৎ রুদ্ধ থাকে, তাবৎ যে কেহ তাহার ভিতরে যায়, সে সন্ধ্যা পর্য্যন্ত অশুচি থাকিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল46 বাড়ীটি যখন তালাবন্ধ, সেই সময় যদি কোনো ব্যক্তি ঐ বাড়ীর মধ্যে যায়, তবে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে। অধ্যায় দেখুন |