লেবীয় পুস্তক 14:44 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)44 আর দেখ, যদি ঐ গৃহে কলঙ্ক বাড়িয়া থাকে, তবে সেই গৃহে সংহারক কুষ্ঠ আছে, সেই গৃহ অশুচি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস44 আর দেখ, যদি ঐ ঘরে ছত্রাক বৃদ্ধি পেয়ে থাকে তবে সেই ঘরে সংহারক কুষ্ঠ আছে, সেই ঘর নাপাক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ44 তাহলে যাজক গিয়ে তা পরীক্ষা করবে এবং যদি ছাতারোগ বাড়িতে ছড়িয়ে পড়ে, তাহলে সেটি ধ্বংসাত্মক ছাতারোগ; ওই বাড়ি অশুদ্ধ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)44 যদি ঐ ছত্রাক বেড়ে গিয়ে থাকে তাহলে বুঝতে হবে সেই বাড়ি অশুচি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)44 আর দেখ, যদি ঐ গৃহে কলঙ্ক বাড়িয়া থাকে, তবে সেই গৃহে সংহারক কুষ্ঠ আছে, সেই গৃহ অশুচি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল44 তখন যাজক আবার আসবে এবং বাড়ীটিকে পরীক্ষা করবে। যদি সংক্রমণ বাড়ির মধ্যে ছড়িয়ে যায়, তাহলে এটা একটা রোগ যা তাড়াতাড়ি অন্য জায়গায় ছড়িয়ে যায়। সুতরাং বাড়ীটি অশুচি। অধ্যায় দেখুন |