লেবীয় পুস্তক 14:42 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)42 আর তাহারা অন্য প্রস্তর লইয়া সেই প্রস্তরের স্থানে বসাইবে ও অন্য প্রলেপ লইয়া গৃহ লেপন করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস42 আর তারা অন্য পাথর নিয়ে সেই পাথরের স্থানে বসাবে ও অন্য প্রলেপ নিয়ে ঘর লেপন করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ42 পরে তারা অন্য পাথর নিয়ে আগে গাঁথা পাথরের জায়গায় বসাবে ও নতুন প্রলেপ দিয়ে বাড়ি পলস্তরা করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)42 অন্য পাথর এনে ঐ পাথরগুলির জায়গায় বসাতে হবে এবং দেওয়ালের অন্য পলেস্তারা লাগাতে হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)42 আর তাহারা অন্য প্রস্তর লইয়া সেই প্রস্তরের স্থানে বসাইবে, ও অন্য প্রলেপ লইয়া গৃহ লেপন করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল42 তারপর সেই লোকটি দেওয়ালগুলোর ওপর নতুন পাথর বসাবে এবং নতুন প্রলেপ দিয়ে দেওয়ালগুলো ঢেকে দেবে। অধ্যায় দেখুন |