লেবীয় পুস্তক 14:39 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)39 সপ্তম দিনে যাজক পুনর্বার আসিয়া দৃষ্টি করিবে; আর দেখ, গৃহের দেওয়ালে সেই কলঙ্ক যদি বাড়িয়া থাকে, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস39 সপ্তম দিনে ইমাম পুনর্বার এসে দেখবে; যদি ঘরের দেয়ালে সেই ছত্রাক বৃদ্ধি পেয়ে থাকে, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ39 সপ্তম দিনে বাড়িটি পরীক্ষা করার জন্য যাজক ফিরে আসবে। যদি সমস্ত দেওয়ালে ছাতারোগ বিস্তৃত দেখা যায়, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)39 সপ্তম দিনে পুরোহিত আবার এসে পরীক্ষা করবে, যদি বাড়ির দেওয়ালে সেই ছত্রাক বেড়ে যায়, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)39 সপ্তম দিনে যাজক পুনর্ব্বার আসিয়া দৃষ্টি করিবে; আর দেখ, গৃহের ভিত্তিতে সেই কলঙ্ক যদি বাড়িয়া থাকে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল39 “সপ্তম দিনে যাজক ফিরে এসে বাড়ীটিকে পরীক্ষা করবে। যদি বাড়ীর দেওয়ালগুলিতে ছত্রাক ছড়িয়ে পড়ে, অধ্যায় দেখুন |