লেবীয় পুস্তক 14:20 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)20 আর যাজক হোমবলি ও ভক্ষ্য-নৈবেদ্য বেদিতে উৎসর্গ করিবে, এবং যাজক তাহার জন্য প্রায়শ্চিত্ত করিবে; তাহাতে সে শুচি হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 আর ইমাম পোড়ানো-কোরবানী ও শস্য-উৎসর্গ কোরবানগাহে কোরবানী করবে এবং ইমাম তার জন্য কাফ্ফারা দেবে; তাতে সে পাক-সাফ হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 এরপরে শস্য-নৈবেদ্যের সঙ্গে যাজক বেদিতে ওই প্রার্থীর জন্য প্রায়শ্চিত্ত করবে এবং সে শুচিশুদ্ধ হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 পরে পুরোহিত হোমবলি ও ভক্ষ্য নৈবেদ্য বেদীর উপরে উৎসর্গ করবে এবং সেই ব্যক্তির জন্য প্রায়শ্চিত্ত করবে। তাহলে সে শুচি হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 আর যাজক হোমবলি ও ভক্ষ্য-নৈবেদ্য বেদিতে উৎসর্গ করিবে, এবং যাজক তাহার জন্য প্রায়শ্চিত্ত করিবে; তাহাতে সে শুচি হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 তারপর যাজক বেদীর ওপর হোমবলির নৈবেদ্য এবং শস্য নৈবেদ্য উৎসর্গ করবে। এইভাবে যাজক ঐ লোকটির জন্য প্রায়শ্চিত্ত করলে লোকটি শুচি হবে। অধ্যায় দেখুন |