লেবীয় পুস্তক 14:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 আর যাজক সেই এক লোগ তৈলের কিয়দংশ লইয়া আপনার বাম হস্তের তালুতে ঢালিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 আর ইমাম এই এক লোগ তেলের কিছু পরিমাণ নিয়ে নিজের বাম হাতের তালুতে ঢালবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 এবারে যাজক এক লোগ তেলের কিছুটা নেবে এবং আপন বাম হাতের তালুতে ঢালবে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 তারপর পুরোহিত সেই এক লোগ তেলের কিছুটা নিয়ে নিজের বাম হাতের তালুতে ঢালবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 আর যাজক সেই এক লোগ তৈলের কিয়দংশ লইয়া আপনার বাম হস্তের তালুতে ঢালিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 যাজক সেই এক লোগ তেলের কিছুটা নিয়ে তা বাঁ হাতের তালুতে ঢালবে। অধ্যায় দেখুন |