লেবীয় পুস্তক 14:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 যে স্থানে পাপার্থক বলি ও হোমবলি হনন করা যায়, সেই পবিত্র স্থানে ঐ মেষশাবকটিকে হনন করিবে, কেননা দোষার্থক বলি পাপার্থক বলির ন্যায় যাজকের অংশ; তাহা অতি পবিত্র। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 যে স্থানে গুনাহ্-কোরবানী ও পোড়ানো-কোরবানীর পশু জবেহ্ করা হয়, সেই পবিত্র স্থানে ঐ ভেড়ার বাচ্চাটি জবেহ্ করবে, কেননা দোষ-কোরবানী গুনাহ্-কোরবানীর মতই ইমামের অংশ; তা অতি পবিত্র। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 যাজক পবিত্রস্থানে সেই মেষশাবকটি বধ করবে, যেখানে পাপার্থক বলি ও হোমবলি বধ করা হয়। পাপার্থক বলির মতো দোষার্থক-নৈবেদ্য যাজকের; এটি অত্যন্ত পবিত্র। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 যেখানে প্রায়শ্চিত্তের বলি ও হোমের বলির পশু হনন করা হয় সেই পবিত্রস্থানে পুরোহিত ঐ মেষশাবকটি হনন করবে, কেননা অপরাধ মোচনের ও প্রায়শ্চিত্ত বলির মতই তা পুরোহিতের প্রাপ্য। সেই বলি মহাপবিত্র। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 যে স্থানে পাপার্থক বলি ও হোমবলি হনন করা যায়, সেই পবিত্র স্থানে ঐ মেষশাবকটীকে হনন করিবে, কেননা দোষার্থক বলি পাপার্থক বলির ন্যায় যাজকের অংশ; তাহা অতি পবিত্র। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 তারপর যে পবিত্র স্থানে তারা পাপ মোচনের নৈবেদ্য ও হোমবলির নৈবেদ্য বলি দেয়, সেই স্থানেই যাজক পুরুষ মেষশাবকটিকে বলি দেবে। দোষ মোচনের নৈবেদ্য হল পাপ মোচনের নৈবেদ্যর মতো। এটা যাজকের কাছে থাকবে। এটা অত্যন্ত পবিত্র। অধ্যায় দেখুন |
পরে তিনি আমাকে কহিলেন, ব্যবচ্ছিন্ন স্থলের অগ্রে উত্তর ও দক্ষিণদিকের যে সকল কুঠরি আছে, সেইগুলি পবিত্র কুঠরি। যে যাজকেরা সদাপ্রভুর নিকটে উপস্থিত হয়, তাহারা সেই স্থানে অতি পবিত্র দ্রব্য সকল ভোজন করিবে; সেই স্থানে তাহারা অতি পবিত্র দ্রব্য সকল, এবং ভক্ষ্য-নৈবেদ্য, পাপার্থক বলি ও দোষার্থক বলি রাখিবে, কেননা স্থানটি পবিত্র।