লেবীয় পুস্তক 13:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 তাহাতে যাজক দেখিবে, আর দেখ, যদি তাহার পামা চর্মে ব্যাপিয়া থাকে, তবে যাজক তাহাকে অশুচি বলিবে, তাহা কুষ্ঠরোগ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 তাতে ইমাম দেখবে, আর দেখ, যদি তার স্ফোটক চামড়ায় ছড়িয়ে গিয়ে থাকে তবে ইমাম তাকে নাপাক বলবে, কারণ তা কুষ্ঠরোগ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 যাজক তাকে পরীক্ষা করবে এবং যদি তার চামড়ায় ফুসকুড়ি প্রসারিত হয়ে থাকে তাহলে যাজক তাকে অশুচি বলবে; এটি এক সংক্রামক রোগ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 পুরোহিত পরীক্ষা করে যদি দেখে সেই উদ্ভেদ তার দেহে বিস্তার লাভ করেছে তাহলে সে তাকে অশুচি বলে ঘোষণা করবে। সেই উদ্ভেদ কুষ্ঠরোগের। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 তাহাতে যাজক দেখিবে, আর দেখ, যদি তাহার পামা চর্ম্মে ব্যাপিয়া থাকে, তবে যাজক তাহাকে অশুচি বলিবে তাহা কুষ্ঠরোগ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 যাজক আবার দেখবে যে ক্ষতস্থানটি চামড়ার ওপর ছড়িয়ে গেছে কিনা, আর তাহলে যাজক তাকে অশুচি বলে ঘোষণা করবে। সেটা তাহলে কুষ্ঠরোগ। অধ্যায় দেখুন |