Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 13:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

7 কিন্তু তাহার শৌচার্থে যাজককে দেখান হইলে পর যদি তাহার পামা চর্মে ব্যাপিয়া থাকে, তবে আবার যাজককে দেখাইতে হইবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 কিন্তু তাকে পাক-সাফ হবার জন্য ইমামকে দেখান হলে পর যদি তার স্ফোটক চামড়ায় ছড়ানো থাকে তবে আবার ইমামকে দেখাতে হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 নিজে শুচি ঘোষিত হওয়ার জন্য যাজকের কাছে নিজেকে দেখানোর পরে যদি সেই ফুসকুড়ি তার চামড়ায় প্রসারিত হয়, তাহলে সে আবার যাজকের সামনে উপস্থিত হবে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

7 কিন্তু শুচিকরণের জন্য পুরোহিতকে দেখানোর পর যদি তার দেহে সেই উদ্ভেদ বিস্তার লাভ করে তাহলে আবার তাকে পুরোহিতের দ্বারা পরীক্ষা করাতে হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 কিন্তু তাহার শৌচার্থে যাজককে দেখান হইলে পর যদি তাহার পামা চর্ম্মে ব্যাপিয়া থাকে, তবে আবার যাজককে দেখাইতে হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 “কিন্তু যদি লোকটি যাজকের কাছে নিজেকে শুচি দেখানোর পরে ক্ষতস্থানটি চামড়ায় আরও ছড়িয়ে পড়তে দেখে তা হলে লোকটি অবশ্যই যাজকের কাছে আবার আসবে।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 13:7
10 ক্রস রেফারেন্স  

তোমার কোপহেতু আমার মাংসে কিছু স্বাস্থ্য নাই, আমার পাপহেতু আমার অস্থিতে কিছু শান্তি নাই।


পরে সপ্তম দিনে যাজক তাহাকে দেখিবে; যদি চর্মে ঐ রোগ ব্যাপিয়া থাকে, তবে যাজক তাহাকে অশুচি বলিবে; তাহা কুষ্ঠ রোগের ঘা।


যদি কোন মনুষ্যের শরীরের চর্মে শোথ কিম্বা পামা কিম্বা চিক্কণ চিহ্ন হয়, আর তাহা শরীরের চর্মে কুষ্ঠ রোগের ঘায়ের ন্যায় হয়, তবে সে হারোণ যাজকের নিকটে কিম্বা তাহার পুত্র যাজকগণের মধ্যে কাহারও নিকটে আনীত হইবে।


আর সপ্তম দিনে যাজক তাহাকে পুনর্বার দেখিবে; আর দেখ, যদি সেই ঘা মলিন হইয়া থাকে ও চর্মে ব্যাপিয়া না থাকে, তবে যাজক তাহাকে শুচি বলিবে; সেটি পামা; পরে সে আপন বস্ত্র ধৌত করিয়া শুচি হইবে।


তাহাতে যাজক দেখিবে, আর দেখ, যদি তাহার পামা চর্মে ব্যাপিয়া থাকে, তবে যাজক তাহাকে অশুচি বলিবে, তাহা কুষ্ঠরোগ।


সপ্তম দিনে যাজক পুনর্বার আসিয়া দৃষ্টি করিবে; আর দেখ, গৃহের দেওয়ালে সেই কলঙ্ক যদি বাড়িয়া থাকে,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন