লেবীয় পুস্তক 13:47 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)47 আর লোমের বস্ত্রে কিম্বা মসীনার বস্ত্রে যদি কুষ্ঠ রোগের কলঙ্ক হয়, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস47 আর লোমের কাপড়ে কিংবা মসীনার কাপড়ে যদি কুষ্ঠ রোগের ছত্রাক দেখা দেয়, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ47 “ছাতারোগ দ্বারা যদি কোনো কাপড় কলঙ্কিত হয়, হতে পারে তা পশমি বা মসিনা কাপড়, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)47 কোন পশম বা রেশমী বস্ত্রে যদি সাদা ছোপ বা দাগ পড়ে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)47 আর লোমের বস্ত্রে কিম্বা মসীনার বস্ত্রে কুষ্ঠরোগের কলঙ্ক হয়, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল47-48 “কিছু পোশাকের ওপর ছাতা পড়তে পারে। কাপড়টা মসীনা সুতোর অথবা উলে তৈরী, তাঁতে বোনা বা হাতে বোনা হতে পারে। এক টুকরো চামড়ার ওপর বা চামড়া থেকে তৈরী কোন জিনিসের ওপরেও ছাতা পড়তে পারে। অধ্যায় দেখুন |