লেবীয় পুস্তক 13:41 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)41 আর যাহার কেশ মস্তকের প্রান্ত হইতে খসিয়া পড়ে, সে কপালে নেড়া, সে শুচি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস41 আর যার চুল মাথার প্রান্ত থেকে খসে পড়ে, সে কপালে নেড়া, সে পাক-সাফ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ41 যদি তার মাথার সামনের দিকে চুল না থাকে এবং টাকপড়া কপাল দেখা যায়, তাহলে সে শুচি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)41 যদি কোন ব্যক্তির মাথার সামনের বা পিছনের দিকের চুল উঠে যায়, সেটি তার মস্তকের কেশহীনতা মাত্র। সে শুচি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)41 আর যাহার কেশ মস্তকের প্রান্ত হইতে খসিয়া পড়ে, সে কপালে নেড়া, সে শুচি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল41 কোন মানুষের মাথার দুপাশ থেকে চুল উঠে যেতে পারে; সে শুচি। এটা শুধুমাত্র আর এক ধরণের টাক পড়া। অধ্যায় দেখুন |