লেবীয় পুস্তক 13:39 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)39 আর দেখ, যদি তাহার চর্মনির্গত চিক্কণ চিহ্ন মলিন শ্বেতবর্ণ হয়, তবে তাহা চর্মে উৎপন্ন নির্দোষ স্ফোটক; সে শুচি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস39 আর দেখ, যদি তার চামড়ানির্গত চক্চকে দাগ মলিন সাদা রংয়ের হয় তবে তা চামড়ায় উৎপন্ন নিখুঁত স্ফোটক; সে পাক-সাফ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ39 তাহলে যাজক সমস্ত দাগ পরীক্ষা করবে এবং যদি দাগগুলি হালকা সাদা রং থাকে, তাহলে তা ক্ষতিহীন ফুসকুড়ি, যা চামড়ায় ফুটে উঠেছে; সেই ব্যক্তি শুদ্ধ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)39 যদি চামড়ার উপরকার দাগ বিবর্ণ সাদা হয় তবে তা চামড়ার উপরে নির্দোষ ছুলির দাগ। সে শুচি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)39 আর দেখ, যদি তাহার চর্ম্মনির্গত চিক্কণ চিহ্ন মলিন শ্বেতবর্ণ হয়, তবে তাহা চর্ম্মে উৎপন্ন নির্দ্দোষ স্ফোটক; সে শুচি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল39 তাহলে যাজক অবশ্যই ঐ সব দাগের জায়গাগুলো দেখবে। যদি লোকটার চামড়ায় ওপরকার দাগগুলো কেবলমাত্র অনুজ্জ্বল সাদাটে হয় তাহলে তা শুধুমাত্র ফুসকুড়ি বা ক্ষতিকারক নয়। ঐ ধরণের লোক শুচি। অধ্যায় দেখুন |