লেবীয় পুস্তক 11:36 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)36 কেবল উনুই কিম্বা যে কূপে অনেক জল থাকে, তাহা শুচি হইবে; কিন্তু যাহাতে তাহাদের শবের স্পর্শ লাগিবে তাহাই অশুচি হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস36 কেবল ফোয়ারা কিংবা যে কূপে অনেক পানি থাকে, তা পাক-পবিত্র হবে; কিন্তু যাতে তাদের মৃতদেহের স্পর্শ লাগবে তা-ই নাপাক হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ36 অন্যদিকে, জলধারা অথবা চৌবাচ্চা শুচি রাখতে হবে, কিন্তু কেউ যদি কোনো মৃতদেহ স্পর্শ করে, সে অশুচি হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)36 কিন্তু কোন ঝরণা বা কুয়ো, যাতে অনেক জল আছে সেগুলি শুচি থাকবে। কিন্তু যেগুলিতে এদের মৃতদেহের ছোঁয়া লাগবে সেগুলি অশুচি হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)36 তোমাদের পক্ষে অশুচি থাকিবে। কেবল উনুই কিম্বা যে কূপে অনেক জল থাকে, তাহা শুচি হইবে; কিন্তু যাহাতে তাহাদের শব স্পৃষ্ট হইবে, তাহাই অশুচি হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল36 “কোন ঝর্ণা বা জল জমে এমন কোন কূপ শুচি থাকলেও যে মানুষ কোন অশুচি প্রাণীর দেহ স্পর্শ করে সে অশুচি হয়ে যাবে। অধ্যায় দেখুন |