লেবীয় পুস্তক 11:33 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)33 কোন মৃৎপাত্রের মধ্যে তাহাদের শব পড়িলে তাহার মধ্যস্থিত সকল বস্তু অশুচি হইবে, ও তোমরা তাহা ভাঙ্গিয়া ফেলিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 কোন মাটির পাত্রের মধ্যে তাদের মৃতদেহ পড়লে তার মধ্যস্থিত সমস্ত বস্তু নাপাক হবে ও তোমরা তা ভেঙে ফেলবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ33 যদি তাদের মধ্যে কোনও একটি মাটির কোনো পাত্রে পড়ে যায়, পাত্রস্থিত সবকিছুই অশুচি হবে এবং পাত্রটি তোমরা অবশ্যই ভেঙে ফেলবে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 এদের মৃতদেহ কোন মাটির পাত্রের মধ্যে পড়লে তার মধ্যে যা কিছু থাকবে অশুচি হবে। তোমরা সেই মাটির পাত্রটি ভেঙ্গে ফেলবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 কোন মৃৎপাত্রের মধ্যে তাহাদের শব পড়িলে তাহার মধ্যস্থিত সকল বস্তু অশুচি হইবে, ও তোমরা তাহা ভাঙ্গিয়া ফেলিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল33 যদি ঐ সমস্ত অশুচি প্রাণীদের কোন একটা মারা যায় এবং মাটির তৈরী পাত্রের ওপর পড়ে, তাহলে পাত্রের ভেতরের যে কোনো জিনিস অশুচি হয়ে যাবে এবং তোমরা অবশ্যই পাত্রটাকে ভেঙ্গে ফেলবে। অধ্যায় দেখুন |