Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 11:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

19 সারস এবং আপন আপন জাতি অনুসারে বক, টিট্টিভ ও বাদুড়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 সারস এবং স্ব স্ব জাত অনুসারে বক, টিট্টিভ ও বাদুড়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 সারস, যে কোনো ধরনের কাক, ঝুঁটিওয়ালা পাখি ও বাদুড়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

19 শকুন, সবজাতের বক, টিট্টিভ এবং বাদুড়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 সারস এবং আপন আপন জাতি আনুসারে বক, টিট্টিভ ও বাদুড়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 সারস, সমস্ত জাতের সারস, ঝুঁটিওয়ালা পাখী এবং বাদুড়।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 11:19
7 ক্রস রেফারেন্স  

দীর্ঘগল হংস, পানিভেলা ও শকুনী,


চারি চরণে গমনশীল পতঙ্গ সকল তোমাদের পক্ষে ঘৃণার্হ।


ক্ষুদ্র পানি-ভেলা, শকুনী ও মাছরাঙ্গা, এবং সারস ও আপন আপন জাতি অনুসারে বক, টিট্রিভ ও বাদুড়।


তাহার মধ্যে ক্ষুদ্র পক্ষিগণ বাসা করে; দেবদারু বৃক্ষ হাড়গিলার বাটী।


সেই দিন মনুষ্য ভজনার্থে নির্মিত আপনার রৌপ্যময় প্রতিমা ও স্বর্ণময় প্রতিমা সকল ইঁদুরের ও চামচিকার কাছে নিক্ষেপ করিবে;


তখন আমি চক্ষু তুলিয়া দৃষ্টিপাত করিলাম, আর দেখ, দুই স্ত্রী বাহির হইয়া আসিল; তাহাদের পক্ষপুটে বায়ু ছিল; আর হাড়গিলার পক্ষের ন্যায় তাহাদের পক্ষ ছিল, তাহারা পৃথিবীর ও আকাশের মধ্যপথে সেই ঐফা উঠাইয়া লইয়া গেল।


উষ্ট্রপক্ষিণীর ডানা উল্লাস করে, কিন্তু তাহার পক্ষ ও পালক কি স্নেহবান?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন