লেবীয় পুস্তক 1:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 আর সে ঐ হোমবলির চর্ম খুলিয়া তাহাকে খণ্ড খণ্ড করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 সে ঐ পোড়ানো-কোরবানীর পশুটির চামড়া খুলে তাকে খণ্ড খণ্ড করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 সে ওই হোমবলির চামড়া খুলবে ও বলিকৃত পশু কেটে খণ্ড খণ্ড করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 এরপর সে হোমের জন্য নির্দিষ্ট ঐ বলির পশুর চামড়া ছাড়িয়ে পশুটিকে কেটে খণ্ড খণ্ড করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 আর সে ঐ হোমবলির চর্ম্ম খুলিয়া তাহাকে খণ্ড খণ্ড করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 যাজকরা অবশ্যই প্রাণীটির দেহ থেকে চামড়া ছাড়াবে এবং তারপর প্রাণীটিকে কেটে টুকরো টুকরো করবে। অধ্যায় দেখুন |