লেবীয় পুস্তক 1:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 পরে সে সদাপ্রভুর সম্মুখে সেই গোবৎস হনন করিবে। হারোণের পুত্র যাজকগণ তাহার রক্ত নিকটে আনিবে, এবং সমাগম-তাম্বুর দ্বারসমীপে স্থিত বেদির উপরে সেই রক্ত চারিদিকে প্রক্ষেপ করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 পরে সে মাবুদের সম্মুখে সেই ষাঁড় জবেহ্ করবে। হারুনের পুত্র ইমামেরা তার রক্ত নিয়ে জমায়েত-তাঁবুর দরজার কাছে স্থাপিত কোরবানগাহ্র উপরে সেই রক্ত চারদিকে ছিটিয়ে দেবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 পরে সদাপ্রভুর সামনে সে এঁড়ে বাছুরটি বধ করবে এবং এরপরে হারোণের পুত্র যাজকেরা রক্ত নেবে ও সমাগম তাঁবুর প্রবেশদ্বারের চারপাশে বেদির সর্বত্র রক্ত ছিটিয়ে দেবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 পরে সে প্রভু পরমেশ্বরের উদ্দেশে ঐ গোবৎসটি হনন করবে এবং হারোণ বংশের পুরোহিতেরা সেই বলির রক্ত সম্মিলন শিবিরের দ্বারে প্রতিষ্ঠিত বেদীর গায়ে চারদিকে সিঞ্চন করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 পরে সে সদাপ্রভুর সম্মুখে সেই গোবৎস হনন করিবে, ও হারোণের পুত্র যাজকগণ তাহার রক্ত নিকটে আনিবে, এবং সমাগম-তাম্বুর দ্বারসমীপে স্থিত বেদির উপরে সেই রক্ত চারিদিকে প্রক্ষেপ করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 “প্রভুর সামনেই সে সেই এঁড়ে বাছুরটিকে হনন করবে। তারপর হারোণের পুত্ররা, অর্থাৎ যাজকরা সমাগম তাঁবুতে ঢোকার মুখে অবস্থিত বেদীর কাছে অবশ্যই সেই রক্ত আনবে এবং বেদীর ওপরে ও চারপাশে তা ছিটিয়ে দেবে। অধ্যায় দেখুন |