লেবীয় পুস্তক 1:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 পরে যাজক তাহা বেদির নিকটে আনিয়া তাহার মস্তক মুচড়াইয়া তাহাকে বেদিতে দগ্ধ করিবে, এবং তাহার রক্ত বেদির পার্শ্বে নিষপীড়ন করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 পরে ইমাম তা কোরবানগাহ্র কাছে এনে তার মাথা মুচড়ে কোরবানগাহের উপর পুড়িয়ে ফেলবে এবং তার রক্ত কোরবানগাহ্র পাশে ঢেলে দেবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 যাজক ওই পাখিকে বেদিতে আনবে, তার মাথা মুচড়ে বেদিতে পোড়াবে; পাখির রক্ত বেদির পাশ দিয়ে প্রবাহিত হতে দেবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 যাজক সেটির মাথা মুচড়ে বেদীর আগুনে আহুতি দেবে এবং রক্ত বেদীর পাশে নিংড়ে ঝরিয়ে দেবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 পরে যাজক তাহা বেদির নিকটে আনিয়া তাহার মস্তক মুচড়াইয়া তাহাকে বেদিতে দগ্ধ করিবে, এবং তাহার রক্ত বেদির পার্শ্বে নিষ্পীড়ন করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 যাজক অবশ্যই নৈবেদ্যটিকে বেদীর কাছে আনবে। তারপর সে পাখীর মাথাটি টেনে ছিঁড়ে নেবে এবং বেদীর ওপর পাখীটিকে পোড়াবে। পাখীটির রক্ত বেদীর পাশে ফেলে দেবে। অধ্যায় দেখুন |