লূক 9:35 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)35 আর সেই মেঘ হইতে এই বাণী হইল, ইনিই আমার পুত্র, আমার মনোনীত, ইঁহার কথা শুন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস35 আর সেই মেঘ থেকে এই বাণী হল, ইনিই আমার পুত্র, আমার মনোনীত, এঁর কথা শোন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ35 তখন মেঘের ভিতর থেকে একটি স্বর ধ্বনিত হল, “ইনিই আমার পুত্র, আমার মনোনীত, তোমরা এঁর কথা শোনো।” অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)35 tokhon ʃei megh hoite ei bani hoilo, “ini amar puttro, ĩhake ami bachia loiachi, tômra ĩhar kotha ʃôno.” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)35 তখন সেই মেঘের ভেতর থেকে এই বাণী উচ্চারিত হল, ইনি আমার পুত্র, আমার মনোনীত, এঁর কথা শোন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)35 আর সেই মেঘ হইতে এই বাণী হইল, ইনিই আমার পুত্র, আমার মনোনীত, ইহাঁর কথা শুন। অধ্যায় দেখুন |