লূক 8:50 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)50 তাহা শুনিয়া যীশু তাঁহাকে উত্তর করিলেন, ভয় করিও না, কেবল বিশ্বাস কর, তাহাতে সে সুস্থ হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস50 তা শুনে ঈসা তাঁকে জবাবে বললেন, ভয় করো না, কেবল ঈমান আনো, তাতে সে সুস্থ হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ50 একথা শুনে যীশু যায়ীরকে বললেন, “ভয় পেয়ো না, শুধু বিশ্বাস করো, সে সুস্থ হয়ে যাবে।” অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)50 kintu jiʃu tahar kothar upor kotha dia jairke bolilen, “bhoy ki? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)50 একথা শুনতে পেয়ে যীশু বললেন, ভয় করো না, শুধু বিশ্বাস কর, সে নিশ্চয়ই বাঁচবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)50 তাহা শুনিয়া যীশু তাঁহাকে উত্তর করিলেন, ভয় করিও না, কেবল বিশ্বাস কর, তাহাতে সে সুস্থ হইবে। অধ্যায় দেখুন |