লূক 8:33 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)33 তখন ভূতগণ সেই লোকটি হইতে বাহির হইয়া শূকরগুলির মধ্যে প্রবেশ করিল, তাহাতে সেই পাল বেগে ঢালু পাড় দিয়া দৌড়াইয়া গিয়া হ্রদে পড়িয়া ডুবিয়া মরিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 তখন বদ-রূহ্রা সেই লোকটির মধ্য থেকে বের হয়ে শূকরগুলোর মধ্যে প্রবেশ করলো, তাতে সেই পাল বেগে ঢালু পাড় দিয়ে দৌড়ে গিয়ে হ্রদে পড়ে ডুবে মারা গেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ33 ভূতেরা লোকটির ভিতর থেকে বেরিয়ে এসে সেই শূকরপালের মধ্যে প্রবেশ করল। শূকরের পাল পাহাড়ের খাড়া ঢাল বেয়ে ছুটে গিয়ে হ্রদে পড়ে ডুবে গেল। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)33 tahate bhutera ʃei lôkṭir bhitor hoite bahir hoia ʃuargulir dehe assroy loilo; ar omoni palṭa pahaṛer ḍhalu ga bohia bege chuṭia rhode gia poṛilo, ar niʃʃaʃ bondho hoia morilo. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 তখন অপদেবতারা লোকটির ভেতর থেকে বেরিয়ে এসে শূকরগুলির উপর ভর করল। ফলে শূকরের পালটি খাড়া পাড় বেয়ে নীচে হ্রদের দিকে সবেগে ছুটে গিয়ে জলে ডুবে মরল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 তখন ভূতগণ সেই লোকটী হইতে বাহির হইয়া শূকরদিগের মধ্যে প্রবেশ করিল, তাহাতে সেই পাল বেগে ঢালু পাড় দিয়া দৌড়িয়া গিয়া হ্রদে পড়িয়া ডুবিয়া মরিল। অধ্যায় দেখুন |