লূক 7:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 তিনি যীশুর সংবাদ শুনিয়া যিহূদীদের কয়েক জন প্রাচীনকে দিয়া তাঁহার কাছে নিবেদন করিয়া পাঠাইলেন, যেন তিনি আসিয়া তাঁহার দাসকে বাঁচান। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 তিনি ঈসার সংবাদ শুনে ইহুদীদের কয়েক জন প্রাচীনকে দিয়ে তাঁর কাছে নিবেদন করে পাঠালেন, যেন তিনি এসে তার গোলামকে বাঁচান। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 শত-সেনাপতি যীশুর কথা শুনেছিলেন। তিনি ইহুদি সম্প্রদায়ের কয়েকজন প্রাচীনকে যীশুর কাছে পাঠিয়ে অনুরোধ জানালেন, তিনি যেন এসে তাঁর দাসকে সুস্থ করেন। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)3 tai jiʃur kotha ʃunite paia tini jihudider jonkoek matobbor lôkke dia tãhar kache ei nibedon koria paṭhailen, jæno tini aʃia tãhar cakorṭike bãcan. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 এই ক্রীতদাসটি তাঁর প্রিয় পাত্র ছিল। তিনি যীশুর কথা শুনে ইহুদীদের কয়েকজন প্রবীণকে দিয়ে তাঁর কাছে বলে পাঠালেন যেন তিনি এসে তাঁর ক্রীতদাসকে সুস্থ করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 তিনি যীশুর সংবাদ শুনিয়া যিহূদীদের কএক জন প্রাচীনকে দিয়া তাঁহার কাছে নিবেদন করিয়া পাঠাইলেন, যেন তিনি আসিয়া তাঁহার দাসকে বাঁচান। অধ্যায় দেখুন |