লূক 5:30 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)30 তখন ফরীশীরা ও তাহাদের অধ্যাপকেরা তাঁহার শিষ্যদের বিরুদ্ধে বচসা করিয়া কহিতে লাগিল, তোমরা কি কারণে করগ্রাহী ও পাপীদের সঙ্গে ভোজন পান করিতেছ? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 তখন ফরীশীরা ও তাদের আলেমেরা তাঁর সাহাবীদের বিরুদ্ধে বচসা করে বলতে লাগল, তোমরা কি কারণে কর-আদায়কারী ও গুনাহ্গারদের সঙ্গে ভোজন পান করছো? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 কিন্তু ফরিশীরা ও তাঁদের দলভুক্ত শাস্ত্রবিদরা যীশুর শিষ্যদের কাছে অভিযোগ করল, “কর আদায়কারী ও পাপীদের সঙ্গে তোমরা কেন খাওয়াদাওয়া করছ?” অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)30 tahate phoriʃira ar tahader gurura tãhar ʃiʃʃoder upor gojgoj korite lagilo, bolilo, “tômra ṭekʃo‐ʃorkar ar ghôr papider ʃoŋge ahar bæbohar koro kæno?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 তাই দেখে ফরিশী ও শাস্ত্রবিদ্রা যীশুর শিষ্যদের কাছে অনুযোগ করতে লাগল, তোমরা কেন কর-আদায়কারী ও পতিতদের সঙ্গে খাওয়া-দাওয়া কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 তখন ফরীশীরা ও তাহাদের অধ্যাপকেরা তাঁহার শিষ্যদের বিরুদ্ধে বচসা করিয়া কহিতে লাগিল, তোমরা কি কারণ করগ্রাহী ও পাপীদের সঙ্গে ভোজন পান করিতেছ? অধ্যায় দেখুন |