লূক 4:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)1 যীশু পবিত্র আত্মায় পূর্ণ হইয়া যর্দন হইতে ফিরিয়া আসিলেন, এবং চল্লিশ দিন পর্যন্ত সেই আত্মার আবেশে প্রান্তরের মধ্যে চালিত হইলেন, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 ঈসা পাক-রূহে পূর্ণ হয়ে জর্ডান নদী থেকে ফিরে আসলেন এবং চল্লিশ দিন পর্যন্ত সেই রূহের আবেশে মরুভূমির মধ্যে চালিত হলেন, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 যীশু পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে জর্ডন নদী থেকে ফিরে এলেন এবং পবিত্র আত্মার দ্বারা চালিত হয়ে মরুপ্রান্তরে গেলেন। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)1 jiʃu iʃʃorer attãr boʃe jordon hoite phiria jan; tokhon tini colliʃ din porjonto ʃei attãr uttejonay prantorer edik ôdik ghurite thakilen, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 যীশু পবিত্র আত্মায় আবিষ্ট হয়ে জর্ডন থেকে পিরে এলেন এবং পবিত্র আত্মার পরিচালনায় অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 যীশু পবিত্র আত্মায় পূর্ণ হইয়া যর্দ্দন হইতে ফিরিয়া আসিলেন, এবং চল্লিশ দিন পর্য্যন্ত সেই আত্মার আবেশে প্রান্তর মধ্যে চালিত হইলেন, অধ্যায় দেখুন |