লূক 3:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 এবং পবিত্র আত্মা দৈহিক আকারে, কপোতের ন্যায়, তাঁহার উপরে নামিয়া আসিলেন, আর স্বর্গ হইতে এই বাণী হইল, “তুমি আমার প্রিয় পুত্র, তোমাতেই আমি প্রীত।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 এবং পাক-রূহ্ দৈহিক আকারে, কবুতরের মত তাঁর উপরে নেমে আসলেন, আর বেহেশত থেকে এই বাণী হল, “তুমি আমার প্রিয় পুত্র, তোমাতেই আমি প্রীত।” অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 এবং পবিত্র আত্মা কপোতের রূপ ধারণ করে তাঁর উপর অবতীর্ণ হলেন। আর স্বর্গ থেকে একটি কণ্ঠস্বর ধ্বনিত হল, “তুমি আমার প্রিয় পুত্র, যাঁকে আমি প্রেম করি, তোমার উপরে আমি পরম প্রসন্ন।” অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)22 tokhon ʃorger duar khulia gælo, ar iʃʃorer attã, côkhe dækha jay, æmon akar dhoria, payrar moto, tãhar mathar upor namia aʃilen, ar ʃorgo hoite ei bani hoilo, “tumii amar prio puttro, ami tômari upor porom ʃontuʃṭo hoilam.” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 পবিত্র আত্মা কপোতের রূপ ধারণ করে তাঁর উপরে অবতরণ করলেন। সঙ্গে সঙ্গে একটি কণ্ঠস্বর ধ্বনিত হল স্বর্গ থেকে: তুমি আমার প্রিয় পুত্র, তোমাতেই আমি পরম তুষ্ট। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 এবং পবিত্র আত্মা দৈহিক আকারে, কপোতের ন্যায়, তাঁহার উপরে নামিয়া আসিলেন, আর স্বর্গ হইতে এই বাণী হইল, “তুমি আমার প্রিয় পুত্র, তোমাতেই আমি প্রীত।” অধ্যায় দেখুন |