লূক 24:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 গালীলে থাকিতে থাকিতেই তিনি তোমাদিগকে যাহা বলিয়াছিলেন, তাহা স্মরণ কর; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 গালীলে থাকতে থাকতেই তিনি তোমাদেরকে যা বলেছিলেন, তা স্মরণ কর; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 তিনি এখানে নেই, কিন্তু উত্থাপিত হয়েছেন। তোমাদের সঙ্গে গালীলে থাকার সময়ে তিনি কী বলেছিলেন, মনে করে দেখো। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)6 tini ekhane nai; tini uṭhiachen; ækbar mone koria dækho, galil deʃe thakite thakitei tini tômadigoke ki rokom kotha boliachilen; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6-7 গালীলে যখন তিনি ছিলেন, মনে করে দেখ, তিনি বলেছিলেন যে, পাপীদের হাতে মানবপুত্রকে সমর্পিত হতে হবে এবং ক্রুশে বিদ্ধ হতে হবে। তারপর তৃতীয় দিনে তিনি পুনরুত্থিত হবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 তিনি এখানে নাই, কিন্তু উঠিয়াছেন। গালীলে থাকিতে থাকিতেই তিনি তোমাদিগকে যাহা বলিয়াছিলেন, তাহা স্মরণ কর; অধ্যায় দেখুন |