লূক 24:37 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)37 ইহাতে তাঁহারা মহাভীত ও ত্রাসযুক্ত হইয়া মনে করিলেন, আত্মা দেখিতেছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস37 এতে তাঁরা ভীষণ ভয় পেয়ে ও আতঙ্কিত হয়ে মনে করলেন, রূহ্ দেখছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ37 কোনও ভূত দেখছেন ভেবে তাঁরা ভয়ভীত হলেন ও বিহ্বল হয়ে পড়লেন। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)37 tahara kintu bhoye betibbæsto ar akul hoia mone korilo, “bhuti dekhitechi.” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)37 তাঁকে দেখে তাঁরা ভীত চকিত হয়ে ভাবলেন যে তাঁরা ভূত দেখছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)37 ইহাতে তাঁহারা মহাভীত ও ত্রাসযুক্ত হইয়া মনে করিলেন, আত্মা দেখিতেছি। অধ্যায় দেখুন |