লূক 24:35 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)35 পরে সেই দুই জন পথের ঘটনার বিষয়, এবং রুটি ভাঙ্গিবার সময়ে তাঁহারা কি প্রকারে তাঁহাকে চিনিতে পারিয়াছিলেন, এই সকল বৃত্তান্ত বলিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস35 পরে সেই দু’জন পথের ঘটনার বিষয় এবং রুটি ভাঙ্গবার সময়ে তাঁরা কিভাবে তাঁকে চিনতে পেরেছিলেন, এসব বৃত্তান্ত বললেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ35 তখন সেই দুজন, পথে কী ঘটেছিল এবং যীশু রুটি ভেঙে দেওয়ার পর তাঁরা কেমনভাবে তাঁকে চিনতে পেরেছিলেন, সেইসব কথা জানালেন। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)35 tokhon ʃei dui jonô, pothe jaha hoiachilo, tahar kotha, ar, ruṭi bhaŋibar ʃomoy tahara kæmon koria tãhake cinite pariachilo, ʃei ʃob bæpar bolite lagilo. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)35 তখন তাঁরাও পথে যা যা ঘটেছিল এবং রুটি খণ্ড করার পর কিভাবে তাঁকে তাঁরা চিনতে পেরেছিলেন, সেইসব কথা বললেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)35 পরে সেই দুই জন পথের ঘটনার বিষয়, এবং রুটী ভাঙ্গিবার সময়ে তাঁহারা কি প্রকারে তাঁহাকে চিনিতে পারিয়াছিলেন, এই সকল বৃত্তান্ত বলিলেন। অধ্যায় দেখুন |