লূক 24:33 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)33 আর তাঁহারা সেই দণ্ডেই উঠিয়া যিরূশালেমে ফিরিয়া গেলেন; এবং সেই এগারো জনকে ও তাঁহাদের সঙ্গীদিগকে সমবেত দেখিতে পাইলেন; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 আর তাঁরা সেই দণ্ডেই উঠে জেরুশালেমে ফিরে গেলেন; এবং সেই এগারো জনকে ও তাঁদের সঙ্গীদেরকে সমবেত দেখতে পেলেন; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ33 সেই মুহূর্তে তাঁরা উঠে জেরুশালেমে ফিরে গেলেন। সেখানে সেই এগারোজন এবং তাঁদের সঙ্গীদের তাঁরা দেখতে পেলেন। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)33 tokhon tahara uṭhia jiruʃaleme phiria gælo, ar ʃei ægaro jonke ar tahader ʃoŋgidigoke æk jaygatei dekhite pailo; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 তখনই তাঁরা জেরুশালেমে ফিরে গেলন। সেখানে গিয়ে দেখলেন যে সেই এগারোজন শিষ্য ও তাঁদের অন্যান্য সঙ্গীরা একত্র হয়ে বলাবলি করছেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 আর তাঁহারা সেই দণ্ডেই উঠিয়া যিরূশালেমে ফিরিয়া গেলেন; এবং সেই এগারো জনকে ও তাঁহাদের সঙ্গীদিগকে সমবেত দেখিতে পাইলেন; অধ্যায় দেখুন |